Bono Nibash Hill Resort - বান্দরবান

Bandarban Bono Nibash Hill Resort Price, Contact Number

 

বান্দরবান শহর থেকে একটু দূরে ছোট একটা পাহাড়ের গায়ে এই রিসোর্ট। সুন্দর একটা সুইমিং পুল আর সকালে ব্যালকনি থেকে চারপাশের যে দৃশ্য দেখা যায়, এসব কিছু মিলিয়ে বেশ ভালো একটা সময় কাটে এই বন নিবাস হিল রিসোর্টে। ঢাকা থেকে এই বন নিবাস হিল রিসোর্টে আসা থেকে শুরু করে এখানে থাকা খাওয়ার সব খরচ থাকছে এই ব্লগে।

ঢাকা থেকে যেকোন বান্দরবানগামী বাসে করে আপনি প্রথমে চলে আসতে পারেন বান্দরবান। এক্ষেত্রে বর্তমান বাস ভাড়া পড়বে প্রায় ৮৫০ টাকার মত। বান্দরবান বাস স্ট্যান্ডে নেমে সেখান থেকে চলে আসতে পারেন চান্দের গাড়ি স্টেশনে। সেখানে এসে আপনি আপনাদের বান্দরবান ট্রিপের জন্য চান্দের গাড়ি অথবা সিএনজি ঠিক করে নিতে পারেন।

আর যদি ডিরেক্ট বন নিবাস রিসোর্টে চলে যেতে চান সেক্ষেত্রে বাস স্ট্যান্ড থেকে অটো নিয়ে ডিরেক্ট চলে যেতে পারবেন রিসোর্টে। বান্দরবান শহর থেকে অল্প দূরেই অবস্থিত এই বন নিবাস হিল রিসোর্ট। বাস স্ট্যান্ড থেকে জন প্রতি ২০ টাকা অটো ভাড়া দিয়ে নীলগিরি যে রাস্তায়, সেদিকে ২০ মিনিট এর মত গেলেই হাতের ডান দিকে পেয়ে যাবেন বন নিবাস হিল রিসোর্ট।

রিসোর্টটি একটি ছোট পাহাড়ের গায়ে বেশ সুন্দর করে করা হয়েছে। রিসোর্টের একদম উপরে রয়েছে তাদের সবচেয়ে সুন্দর কটেজটি। সেই কাঠের তৈরি কটেজটির বারান্দা থেকে পুরো রিসোরটির অনেক সুন্দর ভিউ পাওয়া যায়। আর রিসোর্টের মেইন জায়গাটায় রয়েছে একটি বড় সুন্দর কটেজ যার সামনে রয়েছে ছোট সুন্দর একটি সুইমিং পুল। আর তার আরেকপাশে রয়েছে রিসিপশন এবং রেস্টুরেন্ট।

রিসোর্টে বেশ অনেকটি রুম রয়েছে। এর মধ্যে আমরা উপরের কটেজটিতে ছিলাম যেখান থেকে পরদিন কুয়াশাভরা সকালের এক অন্য রকম ভিউ পাওয়া যায়। সবমিলিয়ে রিসোর্টের এক্সপেরিয়েন্স আমাদের ভালোই ছিলো। তবে তাদের রুমের ভেতরের ডিজাইন আরো সুন্দর করতে পারে। আর খাবার এর টেস্ট আরও ভালো হতে পারে।

রিসোর্টের নাম্বার - 01856-699911

ঠিকানা - Chimbuk road, Bandarban, chittagong, Bangladesh, Chittagong, Bangladesh

Route 

ঢাকা - বান্দরবান বাস স্ট্যান্ড - চিম্বুক রোড - রিসোর্ট 

 

Cost

 ঢাকা টু বান্দরবান - ৮৫০/-
বান্দরবান বাস স্ট্যান্ড টু রিসোর্ট - ২০/- অটো ভাড়া

রুম ভাড়া - ২৫০০ থেকে ৫০০০ টাকা পর্যন্ত।
খাবার - ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি
লাঞ্চ, রাতের খাবার - জন প্রতি ৩৫০-৫০০/-

 

যাওয়া আসা সহ ডিটেইলস ভিডিও  

 

See More