Dera Resort & Spa কক্সবাজারের সবচেয়ে সুন্দর রিসোর্ট গুলোর একটি। কক্সবাজারে বেশ অনেক গুলো ৫ স্টার হোটেল থাকলেও ভালো ফ্যাসিলিটিস সহ কমপ্লিট রিসোর্ট খুব কমই আছে। ডেরা রিসোর্টই হয়ত কক্সবাজারের একমাত্র রিসোর্ট যেখানে একটা রুফটপ ইনফিনিটি সুইমিং পুল রয়েছে। কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট, সুন্দর সি ভিউ রুম, কাছেই ইনানি বিচ, পালংকি রেস্টুরেন্ট, এই সব কিছু মিলিয়ে ডেরা রিসোর্ট কক্সবাজারের বেশ আকর্ষণীয় একটি রিসোর্ট।
DERA Resort & Spa ইনানী, কক্সবাজার এর একটি অপরূপ সুন্দর জায়গা যেখানে আপনি প্রকৃতির খুব কাছাকাছি থাকার পাশাপাশি উপভোগ করতে পারবেন লাক্সারিয়াস সব ফ্যাসিলিটিস। সাদা বালি, ঝকঝকে নীল পানির সমুদ্র – কক্সবাজারের বিস্ময়কর ইনানী সমুদ্র সৈকতে অবস্থিত এই রিসোর্টের সবচেয়ে আকর্ষণীয় বিশয় হচ্ছে এর ইনফিনিটি রুফটপ সুইমিং পুল।
কক্সবাজার বিমানবন্দর থেকে ডেরা রিসোর্ট অ্যান্ড স্পা, ইনানী, কক্সবাজার যেতে মাত্র 45 মিনিট সময় লাগে। কক্সবাজার শহরের ডলফিন মোড় থেকে একটা সিএনজি নিয়েও ৫০০-৬০০ টাকায় চলে আসা যায় এই রিসোর্টে। এই রিসোর্টে আসতে আসতে মেরিন ড্রাইভও হয়ে যায়। এক পাশে সাগর আর আরেক পাশে পাহাড়ের অসাধারণ সব দৃশ্য দেখতে দেখতে চলে আসা যায় এই Dera Resort & Spa তে। এই রিসোর্টের রুম গুলোও বেশ সুন্দর। Deluxe Sea View with Balcony থেকে ডিরেক্ট রুম থেকেই দূরে সাগরের ঢেউ দেখা যায়। রাত হলে শোনা যায় সেই ঢেউয়ের শব্দ।
Dera Resort & Spa
Amenities
Welcome drinks on arrival
2x Mineral water bottles at room on daily basis.
Complimentary breakfast.
In room complimentary tea/coffee making facility.
Free internet access (Wi-Fi).
Free swimming pool usage.
Activities
Shoreline walk and run
Karaoke
Swimming
Biking
Cycling
Dining:
Breakfast, lunch, and dinner
Signature restaurant, offering fresh seafood and grilled meats
The nonalcoholic Bar, with international refreshments
Candlelight Dinner