বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ট্যুরিস্ট স্পট কক্সবাজার। এই কক্সবাজারের ঠিক সুগন্ধা বিচের পাশেই গড়ে উঠেছে বেশ সুন্দর একটি রিসোর্ট যার নাম Green Nature Resortsl & Suites. অসাধারণ আর্কিটেকচার, বিশাল সাইজের রুম আর ফাইভ স্টার মানের ফ্যাসিলিটিস নিয়ে এটিই কক্সবাজার শহরের হয়ত একমাত্র রিসোর্ট। এই রিসোর্টের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে এর অসাধারণ সুন্দর আর্কিটেকচার। চলুন Green Nature Resort & Suites এর খরচ সহ বিস্তারিত সব জেনে নেয়া যাক।
Green Nature Resort & Suites কক্সবাজার এর সুগন্ধা বিচের পাশেই অবস্থিত যার জন্য এই রিসোর্টে থেকে খুব সহজেই সুগন্ধা বিচে চলে যাওয়া যায়। আর আরো সুবিধা হচ্ছে যে চাইলেই শহরের যেকোন রেস্টুরেন্ট কিংবা জায়গা থেকে লাঞ্চ বা ডিনার করে নেয়া যায়। রিসোর্টের সামনের দিকটায় আছে খুব সুন্দর একটা সুইমিং পুল। যদিও সুইমিং পুলটি খুব বড় না তবে এর ক্লিয়ার পানি আর সুন্দর ডিজাইনের জন্য সুইমিং পুলের এক্সপেরিয়েন্স টাও বেশ ভালো হয়।
কক্সবাজার ডলফিন মোড় থেকে খুব সহজেই একটি রিক্সা বা অটো নিয়ে চলে আসা যায় Green Nature Resort & Suites এ। ভাড়া পড়বে ৪০-৫০ টাকা। সুগন্ধা বিচ পয়েন্ট থেকে হাতের বামে কিছুদূর গেলেই পৌঁছে যাওয়া যাবে রিসোর্টে । যেতে যেতে হাতের ডান পাশে দেখা মিলে যাবে সাগরের। এই রিসোর্টের রিসিপশন বেশ সুন্দর ইন্টেরিওর ডিজাইন করে সাজানো। রিসোর্টে চেক ইন টাইম দুপুর ২ টা আর চেক আউট টাইম দুপুর ১২ টা। কিন্তু এই সুন্দর রিসিপশনে এসে অপেক্ষা করতে পারবেন আপনার চেক ইন টাইম হওয়ার আগ পর্যন্ত।
Welcome drinks
Free buffet breakfast
High-speed wifi
Standard room amenities
Two 500 ml water bottle in room daily
Tea/ Coffee Setup
Gym for an hour
Pool access for an hour &
Airport pickup/drop-off