La Riveria Resort & Park Price, Room Cost, Food, Transport Details
লা রিভেরিয়া রিসোর্ট ঢাকা থেকে স্বল্প দূরে অবস্থিত নারায়ণগঞ্জ জেলার খুব সুন্দর একটি রিসোর্ট। শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত এই রিসোর্টে খুব সহজেই পূর্বাচলের ৩০০ ফিট রোড ধরে চলে যাওয়া যায়। ঢাকা থেকে এই রিসোর্টে যেতে সময় লাগবে ম্যাক্সিমাম এক থেকে দেড় ঘন্টা।
ডে ট্রিপ থেকে শুরু করে শুধু নাইট স্টে অথবা ২৪ ঘণ্টার প্যাকেজ সবই আছে এই লা রিভেরিয়া রিসোর্টে। শীতলক্ষ্যা নদীর কোল ঘেষেই প্রায় সবগুলো কটেজ যেগুলো রিভার ভিউ কটেজ নামে পরিচিত। ঢাকার কাছের রিসোর্টগুলোর মধ্যে এই রিসোর্টই মোটামুটি রিজনেবল।
আপনি ঢাকা থেকে ৩০০ ফিট রোড ধরে পূর্বাচল হয়ে চলে আসতে পারবেন এই রিসোর্টে। নদীর ঐপাড় হওয়ায় কাঞ্চন ব্রীজ ক্রস করে হাতের বামদিক দিয়ে সোজা গাড়ি নিয়ে চলে যেতে পারবেন রিসোর্টে। আর বাসে করে আসলে কাঞ্চন ব্রীজের এপাশে নেমে প্রথমে অটো কিংবা রিকশা নিয়ে রিসোর্ট বরাবর ঘাটে চলে আসবেন।
রিকশা কিংবা অটোকে বললেই হবে যে রিসোর্ট ঘাটে যাবেন। সেখান থেকে ১০ টাকা দিয়ে নদী পার হলেই ওপারে লা রিভেরিয়া রিসোর্ট। এভাবে গেলে শীতলক্ষ্যা নদীরও একটা আলাদা সৌন্দর্য নৌকা থেকে উপভোগ করতে পারবেন।
ঢাকার কাছে আরও অনেক রিসোর্টই আছে, স্পেশালি পূর্বাচলের ঐদিক টায়ই ছুটি রিসোর্ট, সপ্তর্ষি রিভারসাইড রিসোর্ট, শীতলক্ষ্যা ওয়াটারফ্রন্ট রিসোর্ট, পূর্বাচল শীতলক্ষ্যা ওয়াটারফ্রন্ট রিসোর্ট ইত্যাদি। এদের মধ্যে এই রিসোর্টটিতেই হচ্ছে একদম নদীর কোল ঘেষে যার খরচও মোটামুটি রিজনেবল।