Lotkon Bagan Narshingdi -লটকনের রাজ্যে একদিন

Lotkon Bagan Narshingdi - লটকনের রাজ্যে একদিন


নরসিংদী জেলার শিবপুর উপজেলায় প্রতি বছর এই সময়টায় ভরে উঠে লটকন বাগানগুলো। এবছর আমরা কয়েকজন মিলে চলে যাই লটকন বাগান দেখতে। এক একটা গাছে এতো এতো লটকন যে দেখে কিছুটা অবাকই হয়েছিলাম।

 

দুপুরের পর নরসিংদী থেকে আমরা রওনা দিয়ে দেই লটকন বাগানের উদ্দেশ্যে। ঢাকা সিলেট হাইওয়েতে ইটাখোলা মোড় পার হয়ে বেশ কিছু দূর গেলে হাতের বাম পাশে পড়বে চৈতন্য বাস স্ট্যান্ড। সেখানে নেমে অটো নিয়ে ভেতরে গেলেই চোখে পড়ে লটকন বাগান। অটো নিয়ে নৌকা ঘাটা গ্রাম কিংবা গিলাবের গ্রাম কিংবা জয়নগর গেলেই পাওয়া যাবে ঘুরে আসার মতো লটকন বাগান।

আমরা নৌকা ঘাটা গ্রামে যাই আর সেখান থেকে পরে ছুটারবন্দ গ্রামে যাই যেখানে রয়েছে শিবপুর উপজেলার সবচেয়ে পুরোনো লটকন গাছ গুলোর একটি। গণি মিয়ার এই গাছটির বয়স নাকি প্রায় ৫০ বছর। স্থানিয়দের মতে এই গাছ প্রতি বছর দুই আড়াই লাখ টাকায় বিক্রি হয়।
চৈতন্য বাস স্ট্যান্ড থেকে একবারে অটো নিয়ে পুরো এলাকা ঘুরেই দেখা যাবে।

লটকন বাগানের পাশাপাশি নরসিংদীতে আরো বেশ কয়েকটি জায়গা  একসাথে ঘুরে আসতে পারেন। এর মধ্যে ট্রেনে করে গেলে নরসিংদী রেলওয়ে স্টেশন থেকে অল্প দূরেই মেঘনা ঘাট থেকে নৌকায় মেঘনা নদীতে ঘুরে আসতে পারেন। আর মেঘনা ঘাট থেকে অল্প দূরেই রয়েছে বিখ্যাত জামাল মামার ঝাল টমেটোর দোকান। মেঘনা ঘাট থেকে ২০ টাকা রিকশা ভাড়া দিয়ে হাজিপুরে জামাল মামার ঝাল টমেটোর দোকানে চলে যাবেন। সাথে বিভিন্ন রকমের মুড়িও ট্রাই করতে পারেন। এছাড়াও পাচদোনা বাস স্ট্যান্ড থেকে ডাঙ্গার জমিদার বাড়িও দেখে আসতে পারেন। 

যেভাবে যাবেন -
ঢাকা থেকে ভৈরব কিংবা সিলেটের বাসে করে নরসিংদী চৈতন্য বাস স্ট্যান্ড, সেখান থেকে অটো নিয়ে নৌকা ঘাটা অথবা জয়নগর গ্রাম। সাথে ভৈরব ব্রিজও ঘুরে আস্তে পারেন। 

 

খরচ -
সবমিলিয়ে সারাদিনে ৭০০-৮০০ এর মধ্যে হয়ে যাবে।

 

See More