MarayongTong Camping Trip

MarayongTong Camping & Alir Guha Trip Route, Tips, Guide Cost 2 Days 1 Night

 

মারায়ংতং/মেরাইথং বান্দরবানের আলীকদমের একটি উচুঁ পাহাড়। এর উচ্চতা প্রায় 1650 ফুট। পাহাড়ের চূড়ায় রয়েছে একটি বৌদ্ধ মন্দির। আর সেই চূড়া থেকে চারদিকটা স্পষ্ট দেখা যায় বলে ক্যাম্পিং করার জন্য বেশ উপযুক্ত একটি জায়গা এই মারায়ংতং। আর সুন্দর অবলীল সূর্যাস্ত দেখার পাশাপাশি খুব ভোরে উঠলে দেখা যায় অপরূপ সুন্দর সূর্যোদয়।

সেই মারায়ংতং এ ক্যাম্পিং ট্যুর এর জন্য আমরা দুই বন্ধু আব্দুল্লাহপুর থেকে রাত ১১ টার এনা বাসের টিকেট কেটে রওনা দিয়ে দেই। ভোর সাড়ে ৫ টার দিকে আমরা পৌঁছে যাই চকরিয়া।

চকরিয়াতে একটা খাবার হোটেলে হালকা খেয়ে সময় কাটিয়ে ৬ টার দিকে আমরা চান্দের গাড়িতে উঠি। গন্তব্য আলীকদম আবাসিক। চকরিয়া টু আলীকদম আবাসিক চান্দের গাড়ি ভাড়া ১৫০-২০০ টাকা জন প্রতি। সেখান থেকে লামার গাড়িও ছাড়ে। তাই উঠার আগে ভালো ভাবে জেনে নিবেন কোনটা আলীকদমের গাড়ি।

মারায়ংতং আসতে হলে অবশ্যই নিজের ভোটার আইডি কার্ড অথবা কোন আইডি কার্ডের ৩-৪ টা কপি নিয়ে আসবেন। আর্মি চেক পোস্টে জমা দিতে হয়।

প্রায় সকাল ৮ টার দিকে আমরা নামি আলীকদম আবাসিক। সকাল সকাল কুয়াশা ঘেরা বান্দরবান। গাড়ি থেকে পাহাড় আর কুয়াশার লুকোচুরি দেখতে বেশ ভালোই লাগবে।

আবাসিক এর মোড়ে নেমে আমরা সেখানের হোটেলে ফ্রেশ হয়ে নাস্তা করে নেই। সকাল সকাল শীতের মধ্যে গরম নান রুটি, সবজি আর দিম ভাজি দিয়ে নাস্তাটা বেশ ভালোই লাগে।

নাস্তা করতে করতে আমরা আমাদের গাইড মনিরের সাথে পরিচিত হই। তার সাথে কথা বলে ভালোই লাগে। মারায়ংতং এ রাতে থাকা সহ পরদিন আলীর গুহায় নিয়ে যাবে সে। আর রাতে বারবিকিউ সহ আরো যা লাগে সব ব্যবস্থা করে দিবে। কথা বলে ভালো লাগায় তাকে আমরা ১০০০ টাকায় নেই।

এরপর শুরু হয় বাজার করা। দুপুরে রান্না সহ রাতে বারবিকিউ এর জন্য যা যা লাগে সব আমরা কিনে নিলাম আবাসিক বাজার থেকে। নিয়ে একটা অটোতে করে আর্মি চেক পোস্টে ভোটার আইডি কার্ড জমা দিয়ে আমরা চলে গেলাম মারায়ংতং এর গোড়ায়। ট্রেকিং শুরু সেখান থেকে।

প্রায় দেড় ঘন্টা ট্র্যাকিং এর পর পৌঁছাইলাম মারায়ংতং এর চূড়ায়। তখন প্রায় ১২ টা বাজে। ঝলমল রোদে ক্লান্ত আমরা কিছুক্ষণ বসে রেস্ট নিয়ে নেই। এরপর সেখানের দোকান থেকে লাকড়ি নিয়ে চুলা জ্বালিয়ে রান্না শুরু করে দেই।

রান্না শিখার পর থেকেই ইচ্ছা ছিল একদিন এরকম পাহাড়ের চূড়ায় রান্না করব। সেই ইচ্ছা পুরণ হলো। রান্না শেষে খেয়ে আমরা মারায়ংতং এর চার পাশটা ঘুরে দেখি। চারপাশে সব সবুজে ঘেরা পাহাড়। আমরা সবচেয়ে উঁচুতে। অনুভূতিটা ভালো ছিল।

এরপর তাবু সেট করার পালা। দুই বন্ধু মিলে কেনা Arpenaz 2 টেন্ট সেট করে এক ঘুম দিলাম। ঘুম দিয়ে বিকেলে উঠে চারপাশ দেখে মন অনেক বেশি ভালো হয়ে গেলো। বিকেলের মিষ্টি রোদে আর একটা গ্রুপের গানের আসর মিলিয়ে একদম উৎসব মুখর একটা পরিবেশ তৈরি হলো। এরপর সুন্দর একটা সূর্যাস্ত দেখলাম। তাঁবুর ভেতর থেকে পাহাড়ের ওপারে ডুবতে থাকা সূর্য যেন অমলিন বিদায় জানিয়ে যাচ্ছিলো। তারপর সন্ধ্যা শেষে বন ফায়ার জ্বালানো হলো। তিন চারটা গ্রুপ যার যার বন ফায়ার বানিয়ে আসর নিয়ে বসলো। আমরাও চিটাগং এর একটা গ্রুপ এর সাথে আড্ডায় বসলাম।

অনেকটা কনকনে ঠান্ডা। আগুনের তাপে সেই ঠান্ডা ট্যাকল দেয়ার চেষ্টা চলছে। এভাবে কিছুক্ষণ আগুনের পাড়ে গল্পের পর শুরু হলো বারবিকিউ এর আয়োজন। দুপুর বেলা মেরিনেড করা মাংস বের করে আগুনের উপর রাখা তারজালির উপর রাখা হলো। সরিষার তেল দিয়ে দেয়া হলো উপরে।

সাথে নিচ থেকে কিনে আনা পাউরুটি আর শক্ত হয়ে যাওয়া নান৷ আমি, সাব্বির আর আমাদের গাইড মনির। তিনজনের জন্য বলতে গেলে মিডিয়াম সাইজের ৭-৮ পিস মাংস। সস, বিবিকিউড মাংস, পাউরুটি আর শক্ত নান।
১৭০০+ ফুটের উপর খোলা আকাশের নিচে কনকনে ঠান্ডার রাতে এই খাবার কোন ফাইভ স্টার হোটেলের খাবারের চেয়ে কম লাগে নি। শেষে আরো খাবার নিয়ে কাড়াকাড়ি।

এভাবেই শেষ হয় সেদিনের রাত ৷ মারায়ংতং এর রাত...

Route 

ঢাকা - চকরিয়া - আলীকদম আবাসিক - মারায়ংতং চূড়া

 

Cost

 ঢাকা টু চকরিয়া - ৮৫০/-
চকরিয়া টু আলীকদম আবাসিক চান্দের গাড়ি - ১০০/- 
মারায়ংতং আলীর গুহা ২ দিন গাইড ভাড়া - ১২০০-/ বাস ভাড়া  
আবাসিক নাস্তা, মারায়ংতং লাঞ্চ আর রাতের বিবিকিউ - ৪৫০/-
খাওয়া দাওয়া সব সহ ৩,০০০-৩,৫০০/- এর মধ্যে হয়ে যাবে। 

 

যাওয়া আসা সহ ডিটেইলস ভিডিও  

 

See More