Nikli Haor & Mithamain - নিকলি অষ্টগ্রাম

Nikli Haor & Mithamain Day Trip Full Cost, Boat Price & Transport Guide

 

বর্ষা এলে কিশোরগঞ্জের নিকলি হাওর কিংবা মিঠামাইন রোড হয়ে উঠে দেশের অন্যতম আকর্ষণীয় ডে ট্রিপ জায়গাগুলোর একটি। ইটনা-অষ্টগ্রাম-মিঠামাইন রোডে ঘুরা সহ চারপাশে হাওরের বিশাল জলরাশি দেখার জন্য অনেকেই একদিনের জন্য ট্যুর প্ল্যান করেন। 

আমরা নিকলি হয়ে মিঠামাইন যাই। সকাল দশটার দিকে নরসিংদী থেকে রওনা দেই। নরসিংদীর শিবপুর হয়ে কিশোরগঞ্জের কটিয়াদি হয়ে প্রায় ১ টার দিকে পৌঁছে যাই নিকলি বেরিবাধ। চারজনের গ্রুপ হওয়ায় আমরা আরেকটা গ্রুপ খুঁজছিলাম নৌকা শেয়ার করে মিঠামাইন যাওয়ার জন্য। একটু খুজতেই আমরা নৌকা ঘাটে ১৬ জনের একটা গ্রুপ পেয়ে যাই।

নৌকা ভাড়া ৭০০০ টাকা। তাই সবমিলিয়ে ২০ জনের গ্রুপ হওয়ায় যাওয়া আসা জন প্রতি ৩৫০-৪০০ টাকার মতো পড়ে। নৌকা ছাড়ার পর ছাদে বসে হাওরের বাতাস খেতে খেতে চলতে থাকি আমরা। চারপাশের বিশাল জলরাশি দেখে মুগ্ধ হয়ে যাই। বেশ ভালো কাটতে থাকে সময়টা।

দেড় ঘন্টা পর ৪ টার দিকে আমরা পৌঁছাই মিঠামাইন ঘাট। নেমেই একটা অটো নিয়ে নেই ২৫০ টাকা দিয়ে দুই ঘন্টার জন্য। এরপর শুরু হয় এই সুন্দর যাত্রা। দুইপাশে শুধু পানি আর পানি আর মাঝখান দিয়ে এরকম রাস্তা হয়তো দেশের আর কোথাও তেমন দেখা যায় না। তার উপর নীল সাদা মেঘের আকাশ যেনো আরো অনেক বেশি সুন্দর করে তুলে সবকিছু।

সুন্দর একটি বিকেল সেখানে কাটিয়ে ৬ টার দিকে ঘাটে এসে নৌকা করে আবার নিকলি চলে আসি আমরা। শেষ হয় আমাদের নিকলি মিঠামাইন ট্যুর।

Nikli Haor Mithamain Route 

 

ঢাকা থেকে দুইভাবে মিঠামাইন যাওয়া যায়।
রুট ১ - ঢাকা - কিশোরগঞ্জ - বালিখোলা ঘাট - মিঠামাইন
রুট ২ - ঢাকা - কটিয়াদি - নিকলি বেরিবাধ - মিঠামাইন।

 

Nikli Haor Mithamain Tour Cost

রুট ১
ঢাকা - কিশোরগঞ্জ বাস ভাড়া ২০০/-
কিশোরগঞ্জ - বালিখোলা অটো/সিএনজি ২০০-২৫০/-
বালিখোলা - মিঠামাইন নৌকা ভাড়া - ১০০০-১২০০/-
মিঠামাইন রিজার্ভ অটো ভাড়া - ২৫০-৩০০/-

 

রুট ২
ঢাকা - কটিয়াদি বাস ভাড়া ২০০/-
কটিয়াদি - নিকলি বেরিবাধ অটো/সিএনজি ১৫০-২০০/-
বালিখোলা - মিঠামাইন নৌকা ভাড়া - ৫০০০-৭০০০/-
মিঠামাইন রিজার্ভ অটো ভাড়া - ২৫০-৩০০/-

 

কম গ্রুপের মানুষ গেলে বালিখোলা হয়ে গেলেই খরচ কম পড়বে। বেশি গ্রুপের মানুষ হলে নিকলি হয়ে যেতে পারেন। এতে নিকলিও দেখা হয়ে যাবে।

কম গ্রুপের মানুষ নিকলি হয়ে গেলে অন্য গ্রুপের সাথে নৌকা শেয়ার করে যাবেন।

 

যাওয়া আসা সহ ডিটেইলস ভিডিও  

 

See More