PANAM City - পানাম নগর

Panam City / পানাম নগর Trip Full Cost, Ticket Price, Transport Guide

 

পানাম সিটি কিংবা পানাম নগর নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত প্রাচীন বাংলার রাজধানী। ঢাকা থেকে খুব সহজেই একদিনে ঘুরে আাসা যায় এই পানাম নগর থেকে। আর সাথে দেখে আসা যায় লোকশিল্প জাদুঘর যা সোনারগাঁও জাদুঘর নামেও পরিচিত। 

পানাম নগরের ছোট্ট শহরে ঢুকেই মনে হয়েছিল চলে এসেছি প্রায় ৭০০-৮০০ বছর পুরনো প্রাচীন বাংলার কোন এক সভ্যতায়। অভিজ্ঞতাটা টাইম ট্রাভেল থেকে কোন অংশে কম মনে হয়নি।  হঠাৎই চোখের পলকে প্রায় ৭০০-৮০০ বছর পুরোনো কোন এক সময়ে চলে যাওয়া। সব মিলিয়ে বেশ অন্যরকম একটা অভিজ্ঞতা।

পানাম নগর নারায়ণগঞ্জ জেলার, সোনারগাঁতে অবস্থিত একটি ঐতিহ্যবাহী প্রাচীন শহর। বড় নগর, খাস নগর, পানাম নগর -প্রাচীন সোনারগাঁর এই তিন নগরের মধ্যে পানাম ছিলো সবচেয়ে আকর্ষণীয়। এখানে কয়েক শতাব্দী পুরনো অনেক ভবন রয়েছে, যা বাংলার বার ভূইয়াঁদের ইতিহাসের সাথে সম্পর্কিত। সোনারগাঁর ২০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে এই নগরী গড়ে ওঠে।

আর পানাম নগরের পাশেই যে লোকশিল্প জাদুঘর রয়েছে তা পানাম নগর ডে ট্রিপের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ। পানাম নগর থেকে ১০ টাকা অটো ভাড়া দিয়েই চলে আসা যায় পাশের এই লোকশিল্প জাদুঘরে যা সোনারগাঁও জাদুঘর নামেও পরিচিত। এই জায়গায় এসে আপনারা দেখতে পারবেন  প্রাচীন সম্রাট ঈশা খাঁর বাড়ি। এছাড়াও প্রাচীন গ্রাম বাংলার অনেক নিদর্শনের দেখা মিল্বে এই জাদুঘরে। এখানে ভিতরে সুন্দর একটি লেকের সাথে রয়েছে  বিশাল মাঠ আর বাচ্চাদের জন্য ছোট একটি পার্ক। বছরের বিভিন্ন সময় এখানে মেলাও বসে। 

Cost 
গুলিস্তান টু সোনারগাঁও বাস ভাড়া - ৬৫/-
সোনারগাঁও টু পানাম নগর অটো - ২০/-
পানাম নগর টিকেট - ৫০/-
সোনারগাঁও জাদুঘর টিকেট - ১০০/-

সম্রাট ঈশা খাঁর বাড়ি টিকেট - ১০০/-

খাওয়া দাওয়া - ২০০/-
 মোট ৬০০-৭০০/-

Panam Nagar Off Day - Sunday

Monday Half Day

 

See More