স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন হওয়ার পর থেকেই ইচ্ছা ছিলো সেতুটিকে কাছে থেকে দেখার। তাই একদিনে পদ্মা সেতু যেয়ে নৌকায় করে একদম কাছে থেকে পদ্মা সেতু দেখে আর সাথে মাওয়া ঘাট থেকে পদ্মার রুপালি ইলিশ খেয়ে একটা ট্যুর প্ল্যান করি। সেই সম্পূর্ণ ট্যুর এর বিস্তারিত ই থাকছে আজকের পদ্মা সেতু ট্যুর ব্লগে।
আমরা ঢাকার যাত্রাবাড়ী হয়ে ঢাকা - মাওয়া এক্সপ্রেসওয়ে হয়ে যাই পদ্মা সেতুতে। সেতুতে যাওয়ার আগে আমরা যাই মাওয়া ফেরি ঘাটে পদ্দার রূপালি ইলিশ খেতে। সেতুতে না উঠে আমরা মাওয়া ঘাটের রাস্তা ধরে চলে যাই মাওয়া ঘাটে। সেখানে দরদাম করে একটা প্রায় ১ কেজি ওজনের ইলিশ নেই। আমাদের ১ কেজি ইলিশের দাম পড়ে ১১০০/- টাকা ১১৫০/- কেজি দরে। এই ১১০০ টাকার মধ্যেই ইলিশ ভেজে দেওয়া, লেজের ভর্তা করে দেয়ার খরচ ছিলো।
মাওয়া ঘাটে ইলিশ খেতে আসলে আমি মনে করি ঘাটে যাওয়ার হেঁটে যাওয়ার যে রাস্তা, সে রাস্তার পাশের হোটেলগুলো থেকেই খাওয়া ভালো। তাতে দামও একটু কম পড়ে আর ইলিশ ও তাজা পাওয়ার চান্স থাকে। আমরা সেরকমই একটা হোটেল থেকে ইলিশ নেই। এখানে ইলিশ নিলে সরিষার তেল দিয়ে ইলিশ ভেজে দেয় আর সাথে লেজ ভর্তা, বেগুন ভাজি এসব মিলিয়ে দারুণ একটা লাঞ্চ করা যায়। আমারা সেরকমই একটা লাঞ্চ শেষে চলে যাই ওপর পাশে পুরাতন মাওয়া ঘাটের দিকে।
ইলিশ খাওয়ার খরচ
১১০০/- মাছের দাম
৬০/- সরিষার তেল
২০/- প্রতি পিছ বেগুন ভাজি
১৫/- প্রতি প্লেট ভাত
৩৫০/- টাকার মতো জনপ্রতি ৪ জন গেলে।
খাওয়া দাওয়া শেষ করে আমরা নৌকা দিয়ে পদ্মা নদীতে ঘুরে পদ্মা সেতু দেখার জন্য মাওয়া ফেরি ঘাটে যাই। কিন্তু সেখানে সেরকম কোন নৌকা ছিলো না। বেশ কিছু স্পিড বোট ছিলো যেগুলো রিজার্ভ নিলে ১২০০/- টাকার মতো চাচ্ছিলো যা আমাদের কাছে বেশিই মনে হয়। যারা ফ্যামিলি নিয়ে এসে স্পিড বোটে ঘুরতে চান তাদের জন্য মাওয়া ঘাট থেকে স্পিড বোট নিলেই ভালো হবে। তবে আমরা নোকা দিয়ে ঘুরার জন্য একজনের পরামর্শ মতো চলে যাই পুরাতন মাওয়া ঘাটে যা নতুন ঘাট থেকে ২০ মিনিট দূরে। নতুন ঘাট থেকে অটো নিয়ে সহজে চলে আসা যায় পুরাতন ঘাটে।
এরপর পুরাতন মাওয়া ঘাট থেকে ১০০০ টাকার নৌকা রিজার্ভ নিয়ে আমরা পদ্মা নদী থেকে পদ্মা সেতু দেখি। নৌকায় ১০-১২ জনের মতো উঠতে পারে, সেক্ষেত্রে আমাদের ভাড়া পরে জনপ্রতি ১০০ টাকা। পদ্মা নদী থেকে বিশাল এই পদ্মা সেতু দেখার অভিজ্ঞতাটা ছিলো সবচেয়ে বেশি মনে রাখার মত। এরপর নদী থেকে পদ্মা সেতু দেখে আমরা যাই পদ্মা সেতুর টোল প্লাজার দিকে। পদ্মা সেতু পাড়ি দিয়ে ওপাড়ে ঘুরে আসার জন্য।
৭৫০+৭৫০ মোট ১৫০০ টাকার টোল দিয়ে আমরা পদ্মা সেতুর ওপাড় যাই। প্রাইভেট কারের টোল ৭৫০ টাকা করে। এই জায়গায় আমাদের খরচ একটু বেশি পড়ে যায়। তবে সব মিলিয়ে আমাদের এই পদ্মা সেতু ট্যুরটা বেশ ভালো ছিলো।
Route
ঢাকা - যাত্রাবাড়ী - মাওয়া ঘাট
Cost
যাত্রাবাড়ী টু মাওয়া ঘাট বাস ভাড়া
এসি - ১২০/- আর নন এসি - ৭০/-
মাওয়া ঘাট ইলিশ - ৩০০-৩৫০/-
মাওয়া ঘাট স্পিড বোট - ১২০০/-
পদ্মা সেতু ঘুরা নৌকা ভাড়া - ১০০০/- রিজার্ভ