Rain Forest Eco Resort Gazipur

Rain Forest Eco Resort, Mawna Gazipur

 

ঢাকার কাছাকাছি গাজীপুরের মাওনাতে অবস্থিত এই রেইন ফরেস্ট ইকো রিসোর্টে গিয়েছিলাম আমরা। ঢাকা ময়মনসিংহ হাইওয়ে ধরে দেড়-দুই ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যায় এই রিসোর্টে। গাজীপুরের শ্রীপুরের শালবনের মাঝে প্রকৃতিঘেরা এই ইকো রিসোর্টে সুন্দর সুইমিং পুলের পাশাপাশি রয়েছে বেশ কয়েকটি সুন্দর কটেজ। রাতের বেলা এখানের ঝিঁঝিঁ পোকার ডাক, বনের বাতাসের শব্দ যেকোন ভ্রমণপ্রিয় মানুষেরই ভালো লাগবে।  
আমরা এই রিসোর্টে তাদের ২৪ ঘন্টার প্যাকেজে গিয়েছিলাম। রিসোর্টের যে ব্যাপারটা সবচেয়ে বেশি ভালো লাগে তা হলো তাদের রুম। রুমের গেট আপ থেকে শুরু করে ওয়াশরুমের অ্যামিনিটিস সবকিছুই অনেক ভালো ছিলো। তবে খাবার আর সার্ভিস এখনো অন্যান্য রিসোর্টের তুলনায় পিছিয়ে। এর কারণ হচ্ছে তারা এখনও সম্পূর্ণ কন্সট্রাকশন শেষ করে নি। 
তবে সবকিছু মিলিয়ে গাজীপুরের মধ্যে এই বাজেটে রিসোর্টটি বেশ ভালোই বলা যায়। আশা করি তাদের ফুল কন্সট্রাকশন শেষ হলে খাবার এবং সার্ভিস এর কোয়ালিটি আরও উন্নত হবে। তখন ঢাকার কাছের রিসোর্টগুলোর মধ্যে এই রিসোর্টটিও বেশ ভালো একটি অপশন হয়ে উঠবে।  

Rain Forest Eco Resort Route
Dhaka - Gazipur Chowrasta - Mawna Flyover - U-turn - Mawna Bormi Road - Shatkhamair Bazar - Resort
Rain Forest Eco Resort Cost

Starts from 8000/- for 2 people.
Includes Cottage, Lunch, Dinner & Breakfast
Can get forest tours based on availability
Good for couple staycations
Resort Website

 

Complete Detail Vlog of the Resort

 

See More